সত্যিকারের সুখের অর্থ কি জানো তুমি?
অর্থ, ধন, সম্পদ কি তা আনতে পারে?
নাকি সে হাসিটা যে ভেতর থেকে আসে,
যা কোনো লোভ বা আশা দিয়ে বাঁধা নয়?
সুখ তো সেই শান্ত মনের এক নদী,
যা বয়ে চলে এক নিরবধি স্রোতে,
কোনো ঝড় তাকে ভাসাতে পারে না,
যেমন আকাশে মুক্ত পাখির দল।
সুখ তো সেই ছোট্ট মোমের আলো,
যা অন্ধকারেও মিটমিট করে জ্বলে,
কখনও নিভে যায় না ভয়ের ছোঁয়ায়,
বাঁচার আনন্দেই প্রতিটি শ্বাস।
সুখ তো সেই বন্ধুর হালকা স্পর্শ,
কোনো লেনদেন নেই, নেই কোনো ঋণ,
যা মনের গভীরে বেঁধে রাখে শক্ত বাঁধন,
যার সঙ্গে মিলেই মিলে জীবনের গান।
সুখ তো সেই সময়ের নিঃশ্বাস,
যা ক্ষণস্থায়ী, তবু অবিস্মরণীয়,
যা ক্ষুদ্র কথার মধুরতায় মেশা,
সত্যিকারের আনন্দের অবিরাম বৃষ্টি।
এই তো সত্যিকারের সুখের মানে,
যা হৃদয়ে বাজায় চিরকালীন তান,
যা কখনো হয় না অন্যের হাতে ধরা,
নিজের ভেতরেই থাকে তার চিরন্তন মান।