প্রবাসীর চোখে বাংলাদেশ


বুদ্ধিবৃত্তিক স্বাধীনতা হল যে কোন মানুষের জন্য একটি অমূল্য সম্পদ, যাকে আমাদের প্রত্যেকেরই লালন ও মূল্য দেওয়া উচিৎ।

এই বইটিকে সম্পূর্ণ করার জন্য একটি দীর্ঘ, চ্যালেঞ্জিং এবং ফলপ্রসূ যাত্রায় সামিল হতে হয়েছিল আমাকে। যদিও চলার পথটি ছিলো অমসৃন, কখনো বা জটিল এবং কন্টকময় কিন্তু শেষটা ছিলো আনন্দময় এবং ফলদায়ক।

এই স্বীকারোক্তিটি লিখতে গিয়ে আমি খুব ভালো বোধ করছি, কারন যে কোন সৃষ্টিশীলতার পিছনে রয়েছে অনেক সাধনা, ত্যাগ এবং অনেকের অনুপ্রেরণা, সহযোগিতা এবং উৎসাহ। তাই এ লেখার মুহুর্তটি আমার সবচেয়ে বিস্ময়কর মুহূর্তগুলির মধ্যে একটি।

এটি আমাকে তাদের প্রতি আমার সত্যিকারের কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ দেয় যারা আমাকে পথ দেখিয়েছেন এবং পথ চলার গতিটিকে ধরে রাখার জন্য নানাভাবে অনুপ্রেরনা যুগিয়েছেন।

নির্দেশনা, গঠনমূলক সমালোচনা, সহযোগিতা এবং অনুপ্রেরণা ও সমর্থন ছাড়া চূড়ান্ত গন্তব্যে হয়তো পৌঁছানো যেত না।

অতএব, এ সৃষ্টিশীল চলার পথে যারা আমার সাথে ছিলেন তাদের প্রত্যেকের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করার এই এক সুবর্ণ মুহূর্ত।

ড. পল্টু দত্ত

Link to Buy: Click Here